ডেটা নাকি ডাটা? সঠিক উচ্চারণ কোনটা হবে?

Jun 28, 2025

ডেটা নাকি ডাটা সঠিক উচ্চারণ কোনটা হবে

আমাদের অনেকের মধ্যেই Data – এর উচ্চারণ নিয়ে অনেক সময় বাকবিতন্ডা হয়। কেউ Data -এর উচ্চারণ ডাটা এর মত করে আবার কেউ ডেটা। আজকে জেনে নিবো কোনটি সঠিক।

ইংরেজি phonics-এর নিয়ম অনুযায়ী, দুটি vowel-এর মাঝে যদি একটি মাত্র consonant থাকে, তাহলে সাধারণত প্রথম vowel-টির উচ্চারণ দীর্ঘ হয়।

যেমন: later, tiger

এখানে প্রথম vowel long/দীর্ঘ উচ্চারণ হয়।

আর যদি দুটি consonant থাকে, তাহলে সাধারণত প্রথম vowel-টির উচ্চারণ সংক্ষিপ্ত বা short হয়।

যেমন: latter, datter, butter

এখানে প্রথম vowel এ উচ্চারণ সংক্ষিপ্ত।

Data শব্দটিতে দুটি A আছে (যা vowel) এবং মাঝখানে শুধু একটি consonant হিসেবে T রয়েছে। তাই phonics অনুযায়ী প্রথম A-টির উচ্চারণ দীর্ঘ হবে, অর্থাৎ ay (এ-কার) হিসেবে উচ্চারিত হবে। তাই শব্দটির উচ্চারণ হবে ডেটা।

আর যদি শব্দটির বানান হতো Datta (অর্থাৎ মাঝে দুটি T থাকত), তাহলে vowel-টির উচ্চারণ সংক্ষিপ্ত হতো এবং উচ্চারণ হতো ডাটা।

তবে, ইংরেজিতে এই শব্দের এই নিয়ম ব্যতিক্রমও হতে পারে। উদাহরণস্বরূপ:

UK-এ অনেকেই ড্যাটা (সংক্ষিপ্ত A, যেমন cat) উচ্চারণ করেন। USA-তে বেশি প্রচলিত ডেটা।

উচ্চারণ পার্থক্য – ব্রিটিশ বনাম আমেরিকান:

উচ্চারণদেশপ্রচলন
/ˈdeɪ.tə/ (ডেটা)আমেরিকান ইংরেজিবেশি প্রচলিত
/ˈdæ.tə/ (ড্যাটা)ব্রিটিশ ইংরেজিএখনও শোনা যায়

তাই, ইংরেজি Phonics এর নিয়ম অনুযায়ি ডেটা সঠিক উচ্চারণ। তবে ড্যাটা -ও সঠিক উচ্চারণ। এখানের কোনটিই ডাটা উচ্চারণ নয়।

প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়িও ডেটা সঠিক উচ্চারণ এবং বাংলা ব্যাকরণ এ এই শব্দটিরই ব্যবহার করা হয়ে থাকে যার অর্থ অপরিশোধিত তথ্য বা উপাত্ত।

তবে, উচ্চারণ যেমনই হোক না কেন ভাষার ব্যবহার মূলত মনের ভাবকে প্রকাশের লক্ষ্যেই ব্যবহার করা হয়। তাই আমরা একে অপরের মনের ভাব বুঝছি কিনা সেটাই আসল ব্যাপার।

এই আর্টিকেলটি লিখতে সহযোগিতা পেয়েছি, Rehan Shafqat -এর quora রিপ্লাই থেকে। শিক্ষক বাতায়নেও ডেটা শব্দের ব্যবহার পরিলক্ষিয় হয়। Goolge তাদের নিরাপত্তা ও গোপনীয়তার নীতিমালা লেখার সময়ও ডেটা বাননটি ব্যবহার করে থাকে (এখানে দেখুন)। Wikipedia তে Data কে বাংলায় ডেটা হিসেবেই সম্বোধন করা হয়ে থাকে (এখানে দেখুন) । Cambridge Disctionary -তে Data -কে ডেটা হিসবেই লিখা হয়েছে (এখানে দেখুন)। এছাড়া Data -এর সঠিক বাংলা বানান/উচ্চারণের ক্ষেত্রে ডেটা অনেক জায়গাতেই ব্যবহার দেখা যায় যেগুলো শুদ্ধ এবং সঠিক।

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

Subscribe To Our Newsletter

Join our mailing list to receive the latest news and updates from my blog.

You have Successfully Subscribed!

Pin It on Pinterest

Share This