ফেসবুক বুস্টিং কী এবং কেন করা হয়?

Jul 24, 2022

ফেসবুক বুস্টিং (Facebook Boosting) কী?

ফেসবুক বুস্টিং (Facebook Boosting) হচ্ছে একটি প্রমোশন মাধ্যম (promotional media)। এই মাধ্যমে একজন ফেসবুক পেজের মালিক তার পোস্ট টার্গেটেড অডিয়েন্সের (targeted audience) কাছে পৌছে দিতে ফেসবুককে পেমেন্ট (payment) করে থাকে এবং ফেসবুক সেই পেমেন্ট এর বিনিময়ে পোস্টগুলো ডেলিভার (deliver) করে থাকে। আমরা আমাদের ফেসবুক Newsfeed এ প্রায়ই Sponsored নামে পোস্ট দেখতে পাই। এগুলোই মূলত বুস্ট করা পোস্ট।

কী ধরনের পোস্ট বুস্ট করা যায় ফেসবুকে?

ফেসবুক বুস্টের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে। সেই নিয়ম অনুসরণ করে বুস্ট করতে হয়। নাহলে ফেসবুক পেজ/নিজের একাউন্ট এর সমস্যা হতে পারে। আর এই সমস্যার দরূণ আপনি হয়ত ফেসবুকে আর বুস্টই করতে পারবেন না।

চলুন দেখে নেওয়া যাক আমরা কী কী বুস্ট করতে পারিঃ

    • ফেসবুক লাইক প্রমোশন
    • ফেসবুক মেসেজ প্রমোশ
    • ফেসবুক পোস্ট লাইক/কমেন্ট প্রমোশন
    • ফেসবুক পোস্ট রিচ প্রমোশন
    • ফেসবুক পেস্ট awareness প্রমোশন
    • ফেসবুক ভিডিও ভিউ প্রমোশন
    • ইন্সটাগ্রাম প্রমোশন
    • WhatsApp মেসেজ প্রমোশন
    • ওয়েবসাইট প্রমোশন

সহ আরও বেস কিছু প্রমোশন করতে পারবেন।

ফেসবুক বুস্ট সার্ভিস কীভাবে নেওয়া হয়?

ফেসবুক বুস্ট সার্ভিস বাংলাদেশ থেকে নিতে চাইলে প্রথমেই আপনার একটি Dual currency debit/credit card প্রয়োজন হবে যার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন ফেসবুকে।

এরপর চাইলে আপনি সরাসরি ফেসবুক পেজ থেকে বুস্ট করতে পারবেন অথবা ফেসবুক এড ম্যানেজার (Facebook Ad Manager) থেকে বুস্ট করতে পারবেন। ফেসবুক এড ম্যানেজার ব্যবহার করাই সর্বাপেক্ষা ভাল।

এরপর আপনার টার্গেটেড অডিয়েন্স নির্ধারণ করে সেই অডিয়েন্স এর কাছে প্রমোট(promote) করতে হবে Ad tool (সরাসরি ফেসবুক পেজ থেকে/Ad Manager থেকে) ব্যবহার করে।

আপনার যদি dual currency card না থাকে বা আপনার জ্ঞান এই বিষয়ে সীমিত হয় তবে Ad Agency এর মাধ্যমে সার্ভিস নেওয়াটাই ভাল। অন্যথায় আপনার একটি ভুলের জন্য আপনার ফেসবুক পেজ/একাউন্টটি ঝুঁকির মুখে পড়তে পারে।

কী ধরনের কনটেন্ট content বুস্ট করা উচিত নয়?

ফেসবুক এর নিয়ম ভঙ্গ করে এমন কোন কনটেন্ট বুস্ট করা উচিত নয়। এধরনের কনটেন্ট বুস্ট করলে আপনার পেজ/একাউন্ট রেস্ট্রিকটেড হয়ে যেতে পারে।

চলুন কিছু সাধারণ কনটেন্ট সম্পর্কে জেনে নেওয়া যাক যেগুলো বুস্ট করা উচিত নয়ঃ

    • ইলিগ্যাল কনটেন্ট/পণ্য/সেবা
    • এডাল্ট কনটেন্ট
    • ব্র‍্যান্ডেড কনটেন্ট (তবে ব্র‍্যান্ডের অনুমতি নিয়ে এধরনের কনটেন্ট বুস্ট করা যায়)
    • এমন কোন কনটেন্ট যেটি সকলের চিন্তার বিপরীতে যায়। এধরনের কনটেন্ট report এর মাধ্যমে rejected হতে পারে।

এছাড়া আরও বেস কিছু টপিকে আপনি চাইলেই বুস্ট করতে পারবেন না।

ফেসবুক বুস্টের জন্য কনটেন্ট(content) কেমন হওয়া প্রয়োজন?

ফেসবুক বুস্টের জন্য কনটেন্টকে অবশ্যই মানসম্মত হতে হবে। চলুন কিছু পয়েন্ট জেনে নেওয়া যাকঃ

    • কনটেন্ট অবশ্যই ফেসবুক নিয়ম অনুসরণ করে তৈরি করতে হবে।
    • গ্রাফিক্যাল কনটেন্ট (grahical content e.g image, video) এর রেজ্যুলিউশন ভালমানের হতে হবে।
    • গ্রাফিক্যাল কনটেন্ট এ টেক্সট (text) এর পরিমাণ ২০% বেশি হওয়া উচিত নয়।
    • ক্যাপশন (caption) কম বাক্যের মধ্যে শেষ করতে হবে। এতে অডিয়েন্স বুস্টের বিষয়বস্তু খুব সহজেই পড়ে বুঝতে পারবে কম সময়ে।
    • ভিডিও বুস্টের ক্ষেত্রে ভিডিও এর length ১৪ সেকেন্ড এর মধ্যে হলে ভাল। তবে, এর থেকে বেশি lenth এর ভিডিও বুস্ট করতে পারবেন।

এছাড়া আরও বেসকিছু বিষয় লক্ষ্য রেখে কনটেন্ট তৈরি করলে বুস্টের রেজাল্ট ভাল আসে।

ফেসবুক এড সার্ভিসের কিছু প্রয়োজনীয় লিংকঃ

১। ফেসবুক এডস গাইডঃ
https://www.facebook.com/business/ads-guide
২। ফেসবুক এড পলিসি পড়তে ভিজিট করুনঃ https://www.facebook.com/policies_center/ads
৩। ফেসবুক কমিউনিটি গাইডলাইন পড়তে ভিজিট করুনঃ https://www.facebook.com/help/477434105621119
৪। দেখে নিন ফেসবুকের কোন প্লেসমেন্ট (placement) এর জন্য graphical content resolution কেমন হবেঃ https://www.facebook.com/business/help/469767027114079?id=271710926837064
৫। কীভাবে আপনার কনটেন্ট কোয়ালিটি উন্নত করতে পারবেনঃ https://www.facebook.com/business/help/1767120243598011
৬। আপনার ফেসবুক একাউন্ট কোয়ালিটি চেক করে নিন এখান থেকেঃ https://www.facebook.com/accountquality

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

Subscribe To Our Newsletter

Join our mailing list to receive the latest news and updates from my blog.

You have Successfully Subscribed!

Pin It on Pinterest

Share This