আজকের টিউটোরিয়াল-এ দেখাবো কীভাবে আপনি আপনার মেটা বিজনেস ম্যানেজার-এ কোন ব্যক্তিকে যুক্ত করবেন স্পার্টফোনের মাধ্যমে।
মেটা বিজনেস ম্যানেজার বা Meta Business Manager হচ্ছে মেটা-এর এমন একটি টুল যার মধ্যে মেটা এর সকল বিজনেস ফিচার আপনি আপনার বিজনেসের স্বার্থে ব্যবহার করতে পারবেন।
কী কী রয়েছে মেটা বিজনেস ম্যানেজার-এ?
- People Management
- Partner Management
- Page Management
- Ad Account Management
- Apps Management
- Instagram Account Management
- WhatsApp Account Management
সহ ফেসবুকের প্রায় সকল ফিচার পেয়ে যবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি কাওকে চাইলে আপনার বিজনেজ ম্যানেজারে যুক্ত করবেন।
Meta Business Manager এর এক্সেস কীভাবে নিবো?
Meta Business Manager এর এক্সেস সরাসরি নিতে এই লিংক এ ক্লিক করুনঃ https://business.facebook.com/select/
আরও পড়ে আসুন Facebook Business Page পরিচালনা করার ৭ টি শর্ত
0 Comments