এই সমৃদ্ধ পৃথিবী আপনাকে কী দিচ্ছে?
হিসেব কষবেন?
এতই সোজা!
আপনি ঠিক কতক্ষণ নিজ শ্বাস আটকে থাকতে পারবেন? কী হবে শেষ মুহূর্তে? কী ঘটতে পারে মস্তিষ্কে? উপলব্ধি করতে পারবেন?
নাহ্… আপনি পারবেন না। কেননা এটির উপলব্ধি কেবল একবারই হবে। আর যখন হবে, তখন সেটি কাওকে বলার ক্ষণিক মাত্র সময় অবশিষ্ট থাকবে না।
..হারালেম…
চীর নিদ্রা ভঙ্গ করে এসেছিলাম আমি তোমাদের মাঝে…
নিদ্রা কাতরতা আমার কাটতো না…
মোটেই কাটতো না…
তবু দু’জোড়া নয়ন ফ্যাল ফ্যাল করে…
তাকায়ে রইত আমার পানে…
নিদ্রাবৃত চোখযুগল আমার…
ক্লান্ত পরিশ্রান্ত হয়ে…
খুঁজতো আমার আদি নিবাস…
আহ্! কী ভালই ছিলাম…
কাঁদতে হতনা…
হাটতে হতনা…
চিনতে হতনা…
কাওকে…
তবু আমি বেস ঘুরতাম…
এদিকে.. সেদিকে…
কত স্থানেই না যেতাম!
শুনতাম কত শ্রব্য…
আজ আমি নেই…
কোথাও নেই…
আমার ক্রন্দন?
আমাকে মলিন করে সকলে ছেড়েছে।
এ পৃথিবীর হিসেব কষতে আমি আসিনি..
আসিনি তোমাদের মত নির্মম হতে..
আসিনি তোমাদের মত বিশ্বাস ঘাতক হতে..
আমি এসেছিলাম সত্য হতে..
সেই সত্য!
যাকে স্বীকার করে…
তুমি…
তোমরা…
সর্বদাই স্বরণ করবে…
সেই স্রষ্টাকে…
যার নিকট ফিরতে হবে…
ফিরতে হবে…
অন্তিম শ্বাসে!
0 Comments