যে ধরনের সফটওয়্যার ব্যবহারে নিরাপত্তা ঝুঁকি রয়েছে
ক্রমবর্ধমান প্রযুক্তির নিত্যসঙ্গী আমাদের জীবন। শহর কিংবা গ্রামে, বেশির ভাগ মানুষই বর্তমানে উন্নত প্রযুক্তির বাইরে নয়। তারই ধারাবাকিতায় একসময়ের বাটন ফোন এখন বিলুপ্ত প্রায়। সবাই এখন স্মার্টফোনের দিকেই ঝুঁকছে। আর একটি স্মার্টফোন সফটওয়্যার ছাড়া কল্পনাই করা যায়না। আজ আমরা জানবো সেই সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে কিছু বাধ্যবাদকতা সম্পর্কে। চাইলেই যেমন সবাইকে বন্ধু বানানো ঠিক নয়, ঠিক তেমনি কোন সফটওয়্যারটি আপনি ব্যবহার করবেন/আপনার জন্য নিরাপদ সেটি নির্ধারনের দায়িত্ব আপনারই। চলুন জেনে নেওয়া যাক সফটওয়্যার ব্যবহারের এমন কিছু বিষয় সম্পর্কে যেটি হয়ত কিছুটা হলেও আপনার উপকারে আসতে পারে।
Modify করা সফটওয়্যার:
কোন কোম্পানি/ডেভেলপারের বানানো কোন সফটওয়্যার যখন অন্য কোন ব্যক্তি মডিফাই করে অন্যের ব্যবহারের জন্য প্রস্তুত করে এমন সফটওয়্যারই হচ্ছে Cracked/null/modded software। এই ধরনের সফটওয়্যার bad scripted হতে পারে বা spyware, malware যুক্ত করে দেওয়া হতে পারে যা ব্যবহারকারীর ডেটা চুরির কাজে বেশ পারদর্শি।
Unknown Developer দ্বারা প্রস্তুতকৃত সফটওয়্যার:
এমন কোন কোম্পানি/ডেভেলপার কোন সফটওয়্যার বানিয়েছে যে কোম্পান/ডেভেলপার সম্পর্কে কেউ কিছু জানেনা/কোন প্লাটফর্মে তাদের সম্পর্কে কোন তথ্য নেই এমন কোন কোম্পানি/ডেভেলপার-এর বানানো সফটওয়্যার ব্যবহার করা উচিৎ নয়। কেননা, অনেক স্ক্যামার রয়েছে যারা বেনামে এই ধরনের কাজ করে অনেক চটকদার ফিচার দেখিয়া আপনার ডেটা হাতিয়ে নিতে পারে।
যে software সম্পর্কে জানার কমতি রয়েছে
নতুন একটি সফটওয়্যার সম্পর্কে জানতে পারলেন। কিন্তু আপনি সেই সফটওয়্যার এর কাজ কী জানেন না, শুধুমাত্র টেস্ট করার জন্য ব্যবহার করা শুরু করলেন। এতে ঘটতে পারে বিপদ। আপনি বুঝে ওঠার পূর্বেই সফটওয়্যারটি আপনাকে তার কর্মযোগ্য দেখিয়ে দিতে পারে। র্যানসামওয়্যারের কবলে পড়তে পারেন সহজেই। হারাতে পারেন গুরুত্বপূর্ণ ডেটা নিমিষেই সারা জীবনের জন্য।
অনিরাপদ/অপরিচিত কোন ওয়েবসাইট থেকে নামিয়ে:
যে কোম্পানি/ডেভেলপার যে সফটওয়্যারটি বানিয়েছে, সেটি কেবল মাত্র তার অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন। কিংবা Google Playstore, Microsoft App Store এর মত Trusted platform থেকে নামিয়ে ব্যবহার করুন, যেখানে সেই কোম্পানি/ডেভেলপার নিজে ফটওয়্যারটি পাবলিশ করে থাকে।
পুরাতন ভার্শন এর সফটওয়্যার
প্রযুক্তি যেমন খুব দ্রুত উন্নত হচ্ছে, ঠিক তেমনি পুরাতন দিনের প্রযুক্তি হয়ে পড়ছে অনিরাপদ। নিয়মিত সিকিউরিটি আপডেট দিচ্ছেনা এমন কোন সফটওয়্যার ব্যবহার না করাই ভাল। সেটা হতে পারে আপনার হাতে থাকা পুরাতন ভার্শনের Adroid Phone, যেটি আর কখনই আপডেট পাবেনা। তবে, ইন্টারনেট এর সংযোগ নেই এমন কোন ডিভাইসে ব্যবহার করতে পারেন চাইলে।
0 Comments