স্নিগ্ধ পৃথিবীর বুকে সে এক বিদ্রোহী জনতার ঢল…
হুর হুর করে কাঁপছিল বাতাস… হিংস্র হচ্ছিল স্বত্বা…
শত্রুসেনাদের কামান-গোলা-বারুদে ঝরেছিল অজস্র প্রাণ…
প্রাণের বদলে প্রাণ নাকি নির্জাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো!
বুঝ-অবুঝ,বালক-নাবালক সকলের চোখে একটিই স্বপ্ন “স্বাধীন মাতৃভূমির”!
সেই স্বপ্নকে সত্যি করতে, অস্ত্র হাতে বাংলার দামাল ছেলেরা এক হয়ে যুদ্ধ ঘোষণা করে জুলুমের বিরুদ্ধে।
না ধর্ম, না জাতি, না বর্ণ…
এ যুদ্ধ ছিল না কোন গৌত্রের বিরুদ্ধে!
নির্জাতিত জনতার সংগ্রামী চেনতার দাবানলে দগ্ধ হয়ে পরাজিতের মত দেশ ত্যাগে ভাধ্য হল এক দল স্বেচ্ছাচারী সেনা!
মুক্ত হল দেশ পাকিস্তানের আগ্রাসন থেকে…
অতঃপর…
স্বাধীন দেশের খেতাবে ভূষিত হল এই সবুজের জননী…
লাল রক্তের দাগ মোচন করে মুক্ত স্বাধীন এ দেশটি জানান দিল সারা বিশ্বকে…
“আমি কোটি প্রাণের বিনিময়ে অর্জিত একটি দেশ, লাল সবুজের স্বপ্নে ঘেরা স্বাধীন বাংলাদেশ”।
২৬ মার্চ’২৩ -এ সকল শহীদের প্রতি জানাই শ্রদ্ধা।
0 Comments