যারা এফ-কমার্স ব্যবসায়ের সাথে জড়িত, তাদের নিত্য দিনের একটি সমস্যা হল ফেসবুকে তাদের ব্যবসায়িক পেজ (Facebook Business Page) পরিচালনায় ব্যাঘাত ঘটা। আর এই ব্যাঘাতের মূলে রয়েছে বেস কিছু কারণ। হয়ত সামান্য একটি ভুলের কারণ হারাতে বসতে পারেন আপনার ব্যবসায়িক পেজটি। তবে, এই সামান্য ভুলগুলো ফেসবুক এর মাতৃপ্রতিষ্ঠান মেটা (Meta) বেস ভালভাবেই নিয়ন্ত্রণ করে থাকে। আর এরমম ভুল যেন না হয় সেই উদ্দেশ্যেই এই আর্টিকেলটি লেখা।
যেকোন ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে ব্যক্তির আইডেন্টিটি বা পরিচয়। আপনার ব্যবসায়ের পেজটি যে ফেসবুক একাউন্ট দিয়ে ব্যবহার করবেন, সেটির নাম এবং জন্ম তারিখ আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে করতে হবে। অন্যথায় যেকোন সময় identity verification দিলে হারাতে বসতে পারেন আপনার মূল্যবান পেজটি।
যে বিষয়গুলো সবসময় মাথায় রাখবেনঃ
১। আপনার ব্যবসায়ের পেজ এর এডমিন প্যানেল এ থাকা একাউন্টগুলোর নাম ও জন্ম তারিখ জাতীয় পরিচয় পত্রের সাথে মিল রেখে খুলুন।
২। নিয়মিত ফেসবুক একাউন্ট-এর Quality যাচাই করুন।
৩। এডমিন প্যানেলে কখনই ফেইক একাউন্ট যুক্ত করবেন না।
৪। ডুপ্লিকেট একাউন্ট এডমিন প্যানেলে যুক্ত করা থেকে বিরত থাকুন।
৫। ১৮ বছর বয়সের কম কাওকে পেজের মূল এডমিন পজিশনে রাখবেন না।
৬। ফেসবুক প্রোফাইলে নিজের ছবি ব্যবহার করুন। ফেক পারসোনের ছবি ব্যবহার করা থেকে বিরত থাকুন।
৭। আইডেন্টিটি ভেরিফিকেশনে অবশ্যই সতর্ক থাকুন এবং ভেরিফিকেশন দেওয়ার ৩০ দিনের মধ্যে সেটা সম্পন্ন করুন।
এই ৭ টি পয়েন্ট এর বাহিরেও আরও কোন পয়েন্ট আপনার জানা থাকলে কমেন্ট বক্স-এ লিখে জানান।
0 Comments