ডুপ্লিকেট ফেসবুক একাউন্ট এডমিন প্যানেলে যুক্ত করা থেকে বিরত থাকুন।

Feb 1, 2023

আপনি একজন ব্যক্তি হিসেবে বাস্তব জীবনে নিজ দেশের আইন মোতাবেক একটির বেশি নাগরিকত্ব কার্ড (NID) নিতে পারবেন না, ঠিক তেমনি একাধিক ফেসবুক একাউন্ট ব্যবহারেও মেটা এর রয়েছে বাধ্যবাধকতা।

কেননা, একটি ফেসবুক একাউন্ট, মেটা দুনিয়ায় আপনাকে স্বপরিচিতি হতে সুযোগ দিয়ে থাকে। আর এই পরিচিতির ব্যাপারটি যেন বিশ্বাসযোগ্য হয়, সেজন্য একজন ব্যক্তির জন্য একাধিক ফেসবুক একাউন্ট পরিচালনার ওপর রয়েছে নিষেধাজ্ঞা।

Can I Marge two accounts? বা দুইটি একাউন্ট কী একটি একাউন্ট-এ সমন্বয় করা যাবে? এই বিষিয়ক আর্টিকেলে বলা রয়েছে,

We don’t offer a way to merge two profiles because it’s against Facebook Community Standards to maintain more than one personal profile.

অর্থাৎ,

একজন ব্যক্তির, একাধিক একাউন্ট পরিচালনা ফেসবুক কমিউনিটি স্টান্ডার্ড এর বিরোধী হওয়াই দুইটি প্রোফাইল একট প্রোফাইলে সমন্বয়/মার্জ করাটার সুযোগ আমরা দেই না।

সোর্স দেখুন

এছাড়া, Account integrity and authentic identity নামক ফেসবুক পলিসি-এর একটি আর্টিকেল-এ বলা হয়েছে,

In certain cases, such as those outlined below, we will seek further information about an account before taking actions ranging from temporarily restricting accounts to permanently disabling them.

অর্থাৎ

কিছু ক্ষেত্রে, নিচে উল্লেখিত বিষয়গুলোতে, আমরা অ্যাকাউন্টগুলোকে সাময়িকভাবে সীমাবদ্ধ করা থেকে স্থায়ীভাবে অক্ষম করা পর্যন্ত পদক্ষেপ নেওয়ার আগে একটি অ্যাকাউন্ট সম্পর্কে আরও তথ্য যাচাই করে থাকি।

এই যাচাইয়ের অধীনে একাউন্ট ভুলভাবে উপস্থাপনের কয়েকটি পয়েন্ট এর মধ্যে একটি ছিল,

  • একক ব্যবহারকারী হিসেবে একাধীক একাউন্ট পরিচালনা করলে, তারা তথ্য যাচাই করে থাকে।

সোর্স দেখুন

অর্থাৎ একজন ব্যক্তি একাধিক ফেসবুক একাউন্ট ব্যবহার করলে, ফেসবুক যেকোনসময় একাউন্ট-এর তথ্য যাচাই-বাছাই করতে পারে এবং প্রয়োজনে তারা একাউন্টটি সাময়িকভাবে নিষ্ক্রিয় বা স্থায়িভাবে নিষ্ক্রিয় করে দিতে পারে।

তাই, ব্যবসায়িক উদ্দেশ্যে মেটা প্লাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে একাধিক একাউন্ট পরিচালনা করা থেকে দূরে থাকা উচিত।

আর, ফেসবুকের বিজনেস পেজ-এর ক্ষেত্রে ফেসবুকের নিয়ম মানা ছাড়া কোন বিকল্প পন্থা নেই, সেজন্য ডুপ্লিকেট ফেসবুক একাউন্ট কখনই বিজনেস পেজ/বিজনেস ম্যানেজারে যুক্ত করার প্রয়োজন নেই।

সেই সাথে নিজের একাউন্ট-এর তথ্য কতটুকু সঠিক সেই বিষয়ে সচেতন হওয়ারও দ্বিতীয় কোন বিকল্প পথ নেই।

পড়ে আসুন কেন সঠিক তথ্য ব্যবহার করে ফেসবুক একাউন্ট খুলবেন? 

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

Subscribe To Our Newsletter

Join our mailing list to receive the latest news and updates from my blog.

You have Successfully Subscribed!

Pin It on Pinterest

Share This