পণ্য রিভিউয়ের মাধ্যমে সেল!

Feb 18, 2023

পণ্য রিভিউয়ের মাধ্যমে সেল!
এটা আসলে কীভাবে কাজ করে?

আমরা অনেকেই পণ্যের রিভিউ দেখে থাকি একজন ভিউয়ার(viewer) হিসেবে। সেটা হতে পারে পণ্যটি কেনার আগে পণ্যটি সম্পর্কে একটা ভাল আইডিয়া নিতে/ভিডিও কনটেন্ট মেকারের রিভিউগুলো ভাল লাগে সেজন্য।

রিভিউ ভিডিও (video review) আমরা যে উদ্দেশ্যেই দেখিনা কেন, যিনি ভিডিও এর জন্য পণ্য দিয়ে বা আর্থিকভাবে ভিডিওটি স্পন্সর করছেন তিনি কতটুকু এবং কীভাবে লাভবান হচ্ছেন/হতে পারেন সেটি জানাটা এই টপিকের মূখ্য বিষয়।

ধরুন, একজন কনটেন্ট ক্রিয়েটর(content creator) একটি ঘড়ির রিভিউ করেছিলেন যেটার স্পন্সর(sponsor) ছিলেন টেকইফ স্টোর। আর, ভিডিও-এর সর্বমোট ভিউ আসলো এক হাজার। এখন এই এক হাজার জন্যই কী পণ্যটি ক্রয় করবে? বা এখান থেকে শতকরা কতজন পণ্যটি ক্রয় করবে? বা আদৌ কী এই এক হাজার জনের মধ্যে একজনও পণ্যটি ক্রয় করবে?

ধরে নেওয়া যাক, ঘড়িটি ভিডিও যারা দেখেছেন তাদের পকেটে সেই সময়ে কোন টাকা ছিলনা/এটা কেনার মত বাজেট ছিলনা। তাই, এই ভিডিও থেকে সেটির সেল আসাটা সম্ভবই নয়। কিন্তু মানুষ মাত্রই আকাঙ্খার প্রতি দুর্বল। সেইমুহূর্তে ঘড়িটি কেনার টাকা না থাকলেও অন্য কোন পণ্য কেনার জন্য তার কাছে টাকা কোন না কোন সময় হবে।

একই কনটেন্ট ক্রিয়েটর/একাধিক কনটেন্ট ক্রিয়েটর থেকে যখন টেকইফ স্টোর-এর একাধিক পণ্যের রিভিউ ভিডিও দেখবে, তখন এটা স্বাভাবিক যে, টেকইফ স্টোর সম্পর্কে তার একটা ধারনা হয়ে যাবে। ফলে,

  • টেকইফ স্টোর কোন ধরনের পণ্য বিক্রয় করে
  • যেহেতু অনেকেই এদের প্রমোট করছে তাই টেকইফ স্টোর-এর সার্ভিস সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি হবে
    অথবা,
  • টকইফ স্টোর-এর নাম ভিউয়ার-দের মস্তিষ্কে অজান্তেই স্থান পেয়ে যাবে।

ফলে, যখন সেই এক হাজার জনে মধ্যে একজনও যেকোন একটি পণ্য কেনার ক্ষেত্রে সাবলম্বি হবে, সে সেই পণ্যটি টেকইফ স্টোর থেকে কিনবে এটার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে।

আর, এভাবেই তাত্ক্ষণিক সেল জেনারেট না হলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় একজন ব্যবসায়ী তার পণ্যের সরাসরি বিজ্ঞাপনে না গিয়ে রিভিউ এর মাধ্যমে প্রচারণা চালালে, সেই প্রচারণার কার্যকারিতা বহুগুণে বেড়ে যায় এবং এটি একাধারে পণ্যের প্রচারনার পাশাপাশি ব্র্যান্ড সচেতনতা তৈরি করে।

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

Subscribe To Our Newsletter

Join our mailing list to receive the latest news and updates from my blog.

You have Successfully Subscribed!

Pin It on Pinterest

Share This