এপ্রিল ২০২৩, এর মাঝামাঝিতে এসে Southeast Bank Limited এর ফেসবুক পেজের এক্সেস চলে যায় কোন এক অজানা Script Kiddie-এর অধীনে।
এই রিপোর্ট লেখাকালীন সময়ে ফেসবুক পেজ এর Transparency section থেকে দেখা যায়, ২৩ এপ্রিল ২০২৩ -এ পেজটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে Future AI। এছাড়া পেজের Category পরিবর্তন করে Science & Tech দেওয়া হয়।
Page Transparency থেকে এটাও জানা যাচ্ছে যে, Script Kiddie ব্যক্তিটি যে ফেসবুক একাউন্টের মাধ্যমে এক্সেস নিয়েছে, সেটির অবস্থান ভিয়েতনাম।
যদিও ঐ ব্যক্তি, পেজের username এর কোন পরিবর্তন করেনি কিংবা Meta এই পেজ থেকে verified badge ও উঠিয়ে নেয়নি।
একটি গ্রুপ থেকে কোন এক ব্যক্তির পোস্টের মাধ্যমে জানা যায় Southeast Bank Limited নাম থাকা অবস্থায় Google Brand নামে একটি Tool এর paid Promotion করা হচ্ছিল।
পেজটির Ad Library থেকে আরও দেখা যায়, পেজটি থেকে আরও বেস কিছু Paid promotion চলমান রয়েছে।
লক্ষণীয় যে, Google Bard কিংবা ChatGPT Tool -গুলোর offline version হয়না। একটি analysis এর মাধ্যমে জানা যায় এই Tool-গুলো মূলত malware যা কোন ব্যক্তির computer এ ঢুকে তার গুরুত্বপূর্ণ ডেটা চুরি করতে সক্ষম।
ফেসবুকে Google Bard কিংবা ChatGPT এর নামে এরকম malware tool বর্তমানে অনলাইনে বেস সরব। এসম্পর্কে বিস্তারিত পড়ে আসতে পারেন ChatGPT যখন Malware – আর্টিকেলটি থেকে।
Cyber War এর এই যুগে, Southeast Bank Limited এর মত বাংলাদেশের এরকম একটি বড় ব্যংক যখন নিজেদের Facebook page এর এক্সেস নিজেরা maintain করতে হিমসিম খাচ্ছে, তখন আমরা আসলে অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় কতটুকু নিরাপদ সেটি প্রশ্নবিদ্ধ!
Southeast Bank Limited কিছু তথ্যঃ
Southeast Bank Limited, বাংলাদেশে ১৯৯৫ সাল থেকে যাত্রা শুরু করে। তাদের ওয়েবসাইট লিংকটি হল https://www.southeastbank.com.bd/ এবং অফিশিয়াল ফেসবুক পেজ লিংকটি হল https://www.facebook.com/SEBLBD/
0 Comments