Apple Vision Pro
ডিজাইন দেখলে মনেই হতে পারে এটা একটা চশমা যার এক পাশ থেকে আমরা আমাদের চোখের সাহায্য অন্য পাশের জিনিষিগুলো সরাসরি দেখছি।
তবে, এটা আসলেও এভাবে কাজ করেনা। বরং real world এর ছবি capture করে, এটির digital screen এ সেটা প্রদর্শন করে থাকে। আর এই প্রসেসিং এ সময় লাগে ১২ মিলিসেকেন্ড এর মত। যার ফলে আমরা real world এর মত একটা experience পাই।
অর্থাৎ, Apple Vision Pro -কে কখনই মানব শরীরের কোন একটি অর্গানের বিকল্প/সমান গুরুত্ব দেওয়া ঠিক হবেনা।
আর এটা এখনও কেন বাস্তবসম্মত নয়?
– ধরুন এই পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে। আর আপনি Apple Vision Pro পরে আছেন। পৃথিবী যে ধ্বংস হয়েছে এটা আপনার নিকট পৌছতে এই গ্যাজেটটি ১২ মিলিসেকেন্ড লাগিয়ে দিবে। এরপর আপনার নার্ভের মাধ্যমে আপনার মস্তিষ্কে সেটার সিগন্যাল যাওয়ার পর আপনি ব্যাপারটি উপলব্ধি করতে পারবেন। কিন্তু এতকিছু জানার আগেই আপনি মারা যাবেন এবং Apple Vision Pro আপনাকে জানাতে ব্যার্থ হবে।
তবে, Apple Vision Pro বা Meta Quest এর মত গ্যাজেটগুলো আমাদের জীবন-যাপনের ধরনকে প্রভাবিত করতে সক্ষম সেটা বলার অপেক্ষা রাখেনা।
Video credit: JerryRingEverything
0 Comments