সঠিক তথ্য ব্যবহার করে ফেসবুক একাউন্ট কেন খুলবেন?

Oct 5, 2022

ফেসবুক(Facebook) বলুন আর মেটা(Meta) বলুন, আপনি কিংবা আমি একজন মানুষের সাথে পরিচিত হতে চাইলে অবশ্যই সেই মানুষটি সত্য কথা বলছে কিনা সেটাকেই সবার উর্ধ্বে রাখবো। অনলাইনে মানুষের “পরিচিতি” হচ্ছে সেই মানুষটি আসলেই ওই মানুষ কিনা বা অন্য কারও ছদ্মবেশ ধারী!

আমরা অনেক পূর্বে একটা কথা শুনতাম “গলাকাড়া পাসপোর্ট।” অর্থাৎ একজনের পাসপোর্টে ছবি বসিয়ে অন্য একজন বিদেশে গমন করার সুবিধা ভোগ করছে। এতে যে মানুষটির পরিচয় ব্যবহার করে সে গমন করলো এবং পরবর্তীতে কোন খারাপ কাজের সাথে জড়িয়ে পড়লো তখন কিন্তু নিরীহ ব্যক্তিটি ক্ষতিগ্রস্ত হল।

আবার অনেকেই শুনে থাকি, একজন আরেকজনের সিম (SIM) ব্যবহার করে সমাজে অসাদু কার্যকলাপ সংগঠিত করে থাকে। আইন-শৃঙ্খলা বাহিনী কিন্তু যার(victim) তথ্য ব্যবহার করে কাজটি করা হল তাকেই ধরবে।

সঠিক তথ্য ব্যবহার করে ফেসবুক একাউন্ট খুলুন

অর্থাৎ, আপনার পরিচয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মেটা দেশে থেকে দেশে ঘুরে আদমশুমারীর মত ঘরে ঘরে গিয়ে কারও পরিচয় যাচাই করতে যাবেনা। তাহলে কীভাবে এই কাজটা করতে পারে?

অবশ্যই এমন কোন ডকুমেন্ট যেটি আপনার পরিচয়কে সঠিকভাবে উপস্থাপন করতে পারে। আর এরকম কিছু ডকুমেন্ট এর মধ্যে সার্বজনীন স্বীকৃত হচ্ছে,

  1. জাতীয় পরিচয়পত্র
  2. পাসপোর্ট
  3. ড্রাইভিং লাইসেন্স

আর, এগুলোর মধ্যে যেকোন একটি ডকুমেন্ট আপনার পরিচয় যাচাইয়ে কাজে লাগতে পারে। আর এই ডকুমেন্ট-এর সাথে,

  1. আপনার নাম ও
  2. জন্ম তারিখ

– এই দু’টি বিষয় মিল না থাকলে আপনার ফেসবুক প্রোফাইলটি ফেইক(fake) হিসেবে পরিগনিত হবে।

তাই,আপনি যদি একজন ব্যবসায়ী হন এবং ফেসবুককে আপনার ব্যবসা সম্প্রসারণ-এর মাধ্যম হিসেবে ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলের নাম এবং জন্মতারিখ ঠিক করে নিন। তাহলেই কেবল ফেসবুক আপনাকে সুযোগ করে দিবে তার প্লাটফর্ম ব্যবহার করে ব্যবসায়িক কার্য পরিচালনার।

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

Subscribe To Our Newsletter

Join our mailing list to receive the latest news and updates from my blog.

You have Successfully Subscribed!

Pin It on Pinterest

Share This