ChatGPT এর নাম আমরা কম বেশি সবাই শুনেছি। এটি একটা AI tool যার মাধ্যমে Text content related প্রায় সকল সুবিধা পাওয়া যায়।
বর্তমানে ChatGPT এর নামে বেস কিছু tool, compress file (rar,zip) আকারে ফেসবুকে প্রমোট করছে কিছু অসাধু চক্র।
এটি ইন্সটল করার পূর্বে আপনার পিসিতে থাকা এন্টিভাইরাস এই ম্যালওয়্যারটি নির্নয় করতে ব্যর্থ হবে। (ভাইরাসটোটাল-এর একটা স্ক্যান ছবি যুক্তা করা হল। )
File-টির Virustotal এর scan result দেখতে এখানে ক্লিক করুন।
ইন্সটলের পর পরই এই ম্যালওয়্যারটি একটিভ হয়, যা ক্রোমিয়াম নির্ভর ওয়েব ব্রাউজারকে টার্গেট করে। এই তালিকায় আছে, গুগল ক্রোম, ব্রেভ, ক্রোমিয়াম বেসড মাইক্রোসফট এজ। টার্গেটেড ব্রাউজারের কুকিজ এনালাইসিস করে ওই ব্রাউজারে লগইন থাকা একাউন্টগুলোর এক্সেস নিয়ে নেয়।
কিছু বিষয় জেনে রাখা ভালঃ
- ChatGPT কেবল মাত্র openai এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই এক্সেস নেওয়া যায়। কেউ যদি এর API ব্যবহার করে কোন সল্যুশন বানিয়ে থাকে, তবে সেটাও ওয়েবসাইটের পোর্টালের মাধ্যমে এক্সেস করতে পারা কথা। তবে, অবশ্যই এই ধরনের জিনিস ব্যবহারে সব কিছু জেনে আগানো উচিন।
- ফেসবুক malware content support করে না। তবে, যে লিংক এর মাধ্যমে এই কাজগুলো হচ্ছে সেটি Trello নামক একটি online collaboration platform-এর link। Trello মূলত team work, client project এই ধনের কাজ সহজে সম্পাদনের জন্য ব্যবহৃত হয়। তাই কোন authentic source কখনই এইভাবে মার্কেটিং করবেনা।
- সতর্ক থাকার কোন বিকল্প নাই। আপনার পিসিতে থাকা Windows Defender সবসময় enable করে রাখুন এবং নতুন কোন ফাইল install করার পুর্বে/অপেন করার আগে সেটির কাজ কী ভাল করে জেনে নিন।
- বিশ্বাসযোগ্য নয় এমন কোন সোর্স থেকে কোন ফাইল ডাউনলোড করে পিসিতে রাখবেন না/ইন্সটল করবেন না।
0 Comments