পৃথিবীতে আমরা মূলত শক্তির রূপান্তর ঘটিয়ে বেঁচে আছি। আর এই শক্তির উৎস নির্দিষ্ট। শক্তির এই উৎসগুলোর মধ্যে আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, গতি শক্তি বেস উল্লেখযোগ্য। শক্তির এই উৎসগুলোর রূপান্তরের ক্ষেত্রে এমন একটা সময় আসতে পারে, যখন কোন একটি শক্তি উৎসের মজুদ কমে যেতে পারে। তখন ওই শক্তি উৎস অকেজো হয়ে পড়বে এবং মানবজাতি কোন এক দিক দিয়ে ক্ষতিগ্রস্থ হবে।
যেমনঃ কয়লা বা গতিশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। যদি কয়লার উৎসে সংকট তৈরি হয়, তবে তার ওপর নির্ভরশীল সকল বিদ্যুৎ প্রকল্প বন্ধ হয়ে যাবার উপক্রম হতে পারে। (এটি মাত্রই একট উদাহরণ।)
আর এভাবেই শক্তি উৎসের সুষম বন্টন নিশ্চিত করতে বিজ্ঞানে উদ্ভাবন প্রয়োজন।
0 Comments