F-commerce বন্ধ! করনীয় কী

Jul 27, 2024

F-commerce বন্ধ! করনীয় কী
F-commerce বন্ধ! করনীয় কী

আপনার একমাত্র ইনকাম সোর্স F-commerce ব্যবসা?

তাহলে এই পোস্টটি আপনার জন্য। ফেসবুকের মাধ্যমে যারা পণ্য বিক্রি করে থাকেন, তারা দেশের এই চলমার পরিস্থিতিতে বেস বেকায়দায় পড়ে গিয়েছেন। মোবাইল ডেটা বন্ধ এবং ব্রডব্যান্ড কানেকশন থাকা সত্ত্বেও ফেসবুক-এর এক্সেস থেকে অনেকে বঞ্চিত। টার্গেট অডিয়েন্স যারা VPN চালাচ্ছে, তাদের কাছে আপনার পণ্যের এড যাবে কিনা সে ব্যাপারেও বেস কফিউশন কাজ করছে অনেকের মধ্যে। সেজন্য ফেসবুকের বুস্টিং বন্ধ রাখছেন। ফলে, ইনকাম এখন শূণ্যের কোটায়। আর যাদের একমাত্র ইনকাম সোর্স এটি তাদের দুঃখের শেষ নেই।

তবে, আপনি চাইলে ব্রেইন খাটিয়ে আপনার ব্যবসাকে চলমার রাখতে পারেন। কীভাবে? চলুন জেনে নেই।

বিটিআরসির সর্বশেষ তথ্য মে ২০২৪ অনুযায়ী মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৪১.২৮ মিলিয়ন, যেখানে ১২৭.৮৪ মিলিয়ন মোবাইল অপারেটর-এর মাধ্যমে এবং ১৩.৪৪ মিলিয়ন আইএসপি ও পিএসটিএন (ব্রডব্যান্ড) -এর মাধ্যমে ইন্টারনেট চালিয়ে থাকে ()।

Napoleancat এর statistics অনুযায়ী বাংলাদেশে গত জুন ২০২৪ এ ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৬৭.১৮ মিলিয়ন, ইন্সটগ্রাম ব্যবহারকারী সংখ্যা ছিল ৬.৮১ মিলিয়ন ()। SEO AI এর statistics অনুযায়ী বাংকাদেশে ইউটিউব-এ মাসিক একটিভ ব্যবহারকারীর সংখ্যা ৩৩.৬ মিলিয়ন ()। বাংলাদেশে সার্চইঞ্চিনের সেক্টরে গুগল ৯৭.৭৫% শেয়ার নিয়ে প্রথম অবস্থানে রয়েছে (সূত্র: Statista; মার্চ ২০২৪; )।

ফেসবুক-এর মত সোস্যাল প্লাটফর্ম ব্লকড হলেও কোন রকম ঝামেলা ছাড়াই এক্সেস পাওয়া যাচ্ছে ইউটিউব/গুগল -এর (কেবল মাত্র ব্রডব্যান্ড লাইন যারা চালাচ্ছে)। অর্থাৎ, এই পরিস্থিতিতে যদি আপনি ফেসবুকের বাইরে আপনার পণ্য প্রমোশন-এর জন্য অন্য কোন প্লাটফর্ম খুঁজেন সেক্ষেত্রে ইউটিউব এবং গুগল উপযুক্ত দুটি প্লাটফর্ম।

এখন প্রশ্ন হতে পারে, “আমি তো ফেসবুক পেজের মাধ্যমে পণ্য সেল করি, গুগল/ইউটিউবে কীভাবে পণ্য প্রমোশন করে সেল আনতে পারি?

একটু খেয়াল করলে দেখবেন, ই-কমার্স সাইটগুলো ব্লকড নেই কোন আইএসপি থেকে। আর এই ধরনের পরিস্থিতিতেও তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর কারণ, তাদের ব্যবসার জন্য নিজস্ব প্লাটফর্ম রয়েছে।

এই মুহুর্তে আপনার ব্যবসার জন্য সঠিক যে সিদ্ধান্ত হবে, সেটা হচ্ছে নিজের একটি ই-কমার্স সাইট বানিয়ে ফেলা আর সেটি ইউটিউব এবং গুগল-এ প্রমোট করে ফেলা।

সরাসরি পেইড প্রামোশনের পাশাপাশি SEO-ও করে নিতে হবে। এতে করে অর্গানিক ভিজিটর বাড়বে।

সূত্র: 

১। ইন্টারনেট গ্রাহক – বাংলাদেশ
২। Social media users in Bangladesh – June 2024
৩। How Many People Use YouTube? Statistics & Facts (2024)
৪। Market share of leading search engines across Bangladesh as of March 2024

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

Subscribe To Our Newsletter

Join our mailing list to receive the latest news and updates from my blog.

You have Successfully Subscribed!

Pin It on Pinterest

Share This