আপনি যখন মেটা (meta)-কে টাকা দিয়ে নিজের পণ্য/সেবার প্রমোশণ (paid promotion) করছেন বা বুস্টিং সার্ভিস নিচ্ছেন তখন ফেসবুক একটি মাধ্যম হিসেবে কাজ করছে। ফেবুকের মাধ্যমে কোন ইলিগ্যাল পণ্য/ সেবা ক্রয়/বিক্রয় হলে সেটার দায়ভার মেটাকে নিতে হবে। আর এইধরনের সমস্যার সম্মুখিন যেন হতে না হয়, তাই মেটা সবসময় চায় আসল ব্যক্তিকে বিজ্ঞাপন সুবিধা দিতে।
একটি ব্যবসায়িক পেইজ-এর representative হচ্ছেন সেই পেইজ-এর এডমিন। তাই মেটা কখনওই চাইবেনা সেই পেইজ পরিচালনা কোন ফেইক একাউন্ট এর মাধ্যমে হোক। এজন্যই কোন কারণ ছাড়াই ফেসবুক সিস্টেম identity verification দিয়ে বসে থাকে।
Facebook Business Page কী?
ফেসবুক প্লাটফর্ম ব্যাবহার করে ফেসবুকের যেসকল পেইজ কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বার অর্গানাইজেশন নিজেদের সেবা বা পণ্য বিক্রির উদ্দেশ্যে ব্যবহার করে থাকে, সেসকল পেইজ হচ্ছে ফেসবুক বিজনেস পেইজ (Facebook Business Page)।
যেসকল ফেসবুক একাউন্ট পেইজে যুক্ত হতে পারবে।
আপনার পেজে যারা এডমিন হিসেবে যুক্ত আছেন তাদের ফেসবুক একাউন্ট-এর
১। নাম ও
২। জন্ম তারিখ
এই দুটি তথ্য NID, Passport অথবা Driving License এর সাথে মিল আছে কিনা সেটা যাচাই করে পেইজে যুক্ত করুন।
আপনার/আপনার এডমিন প্যানেলের কারও যদি এই দু’টো তথ্য সঠিক না থাকে তাহলে এখনই ঠিক করে নিন অথবা পেজ এর এডমিন এক্সেস থেকে বাদ দিয়ে দিন।
আরও পড়ে আসুনঃ
সঠিক তথ্য ব্যবহার করে ফেসবুক একাউন্ট কেন খুলবেন?
ডুপ্লিকেট একাউন্ট (Duplicate Account) কী এবং কেন ব্যবহার করা উচিত নয়?
অনেক সময় অনেকে নিজের নামে একাধিক ফেবুক একাউন্ট খুলে থাকে এগুলো প্রত্যেকে একে অপরের ডুপ্লিকেট একাউন্ট।
মনে রাখবেন Duplicate ফেসবুক একাউন্ট চালানোর ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ রয়েছে। Duplicate বা Fake Account কে ফেসবুক unauthorized account হিসবে চিহ্নিত করে থাকে।
আপনি আপনার সঠিক তথ্য ব্যবহার করে একাধিক একাউন্ট খুলে থাকলে ব্যবসায়িক পেইজে কখনই এক সাথে দু’টি একাউন্ট যুক্ত করবেন না। এতে করে identity verification এ সঠিক তথ্য দেবার পরও সেটি reject হতে পারে। পর পর কয়েকবার rejection খেলে আপনার ফেসবুক বিজনেস পেইজটি স্থায়ীভাবে paid promotion সহ বেস কিছু ফিচার ব্যবহারে বাধা পেতে পারে। এমতাবস্থায় নিয়মিত ফেসবুক একাউন্ট কোয়ালিটি চেকও কোন কাজে আসবেনা।
FACEBOOK BUSINESS PAGE পরিচালনা করার ৭ টি শর্ত সম্পর্কে জানতে পড়ে আসতে পারেন পূর্বের পোস্ট।
0 Comments