Threads কী এবং কেন?

Jul 6, 2023

Threads হচ্ছে Twitter (টুইটার)- এর প্রতিদ্বন্দ্বী (alternative) একটি Social Media Platform। Threads বা থ্রেডস, Facebook (ফেসবুক)- এর মূল প্রতিষ্ঠান Meta (মেটা) – এর পক্ষ থেকে সম্প্রতি launch হওয়া ইন্টারনেট দুনিয়ার জন্য একটি যোগাযোগ মাধ্যম।

মূলত টুইটার- এর প্রায় সকল ফিচার নিয়ে এই প্লাটফর্মটি বানানো হয়েছে। তবে, এতে নেই কোন ব্যক্তিগতভাবে বার্তা(personal message) পাঠানোর উপায়। বর্তমানে re-post, comments এবং love react এর মাধ্যমে অন্য ব্যক্তির সাথে interaction এ যাওয়া সম্ভব।

কীভাবে এই প্লাটফর্মে নিজের একটি একাউন্ট খুলবেন?

থ্রেডস এখন পর্যন্ত Independent (স্বতন্ত্র) কোন প্লাটফর্ম নয়। সেই সঙ্গে এটির নেই কোন web version। তাই, এই প্লাটফর্মটিতে নিজের একটি একাউন্ট খুলে চালাতে চাইলে লাগবে একটি Android অথবা iOS সম্বলিত মোবাইল ফোন।

যেহেতু এটি স্বতন্ত্র কোন প্লাটফর্ম নয়, তাই একাউন্ট খোলার পূর্বে থাকা লাগবে একটি Instagram (ইনস্টাগ্রাম) একাউন্ট।

আপনার একটি ইনস্টাগ্রাম একাউন্ট এবং একটি স্মার্টফোন (Android/iOS) থাকলেই আপনি একটি একাউন্ট খুলে ফেলতে পারবেন।

তবে, একাউন্ট খোলার পর Login (লগইন) করতে গেলে সেই ইনস্টাগ্রাম- এর সাহায্য নিতেই হব। কেননা থ্রেডস একই সাথে pasaword less একটি প্লাটফর্ম (যে প্লাটফর্মে লগইন করতে পাসওয়ার্ড এর প্রয়োজন পড়েনা)।

থ্রেডস কী টুইটার- এর চাইতেও জনপ্রিয় হবে?

টুইটার বিশ্বব্যাপী জনপ্রিয় হলেও বাংলাদেশে এটি খুব একটা জনপ্রিয় নয়। তবে, বাংলাদেশে যেহেতু ফেসবুক ব্যাপক জনপ্রিয়, তাই আশা করা যায় বাংলাদেশে থ্রেডস বেস ভাল জনপ্রিয়তা অর্জন করতে পারবে। তবে, দেখার অপেক্ষা আদৌ এই প্লাটফর্মটি সামগ্রিকভাবে কতটুকু সফলতার সাথে এগিয়ে যেতে পারে।

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

Subscribe To Our Newsletter

Join our mailing list to receive the latest news and updates from my blog.

You have Successfully Subscribed!

Pin It on Pinterest

Share This